আজকের পোস্টে কর্ণফুলী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬ সম্পর্কে আলোচনা করা হবে। তাই যারা কর্ণফুলী ট্রেনের নতুন সময়সূচী জানতে চাচ্ছেন তারা এই পোস্ট শেষ অব্দি পড়ুন।
আপনি যদি নিয়মিত ভাবে ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াত করতে চান তাহলে অবশ্যই কর্ণফুলী ট্রেনে যাতায়াত করতে হবে। কেননা কর্ণফুলী ট্রেন নিয়মিত ভাবে ঢাকা টু চট্টগ্রাম যাতায়াত করে থাকে।
তাই আজকের পোস্টে আপনাদের সামনে কর্ণফুলী ট্রেনের সময়সূচী ও ভাড়া উল্লেখ করার চেষ্টা করব। তাই আসুন কথা না বাড়িয়ে কর্ণফুলী ট্রেনের নতুন সময়সূচী জেনে নেওয়া যাক।
কর্ণফুলী ট্রেনের সময়সূচী ২০২৬
কর্ণফুলী কমিউটার ট্রেন নিয়মিত চট্টগ্রাম থেকে ঢাকা এবং ঢাকা থেকে চট্টগ্রামে চলাচল করে।
ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে কর্ণফুলী কমিউটার ট্রেন সকাল ৮ টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে দীর্ঘ বিরতির পর চট্টগ্রামে সন্ধ্যা ৬ টায় মিনিটে পৌঁছায়।
আবার কর্ণফুলী কমিউটার ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ১০ টায় রওনা শুরু করে ঢাকায় পৌঁছায় রাত ১০০ টা ৪৫ মিনিটে।
যখন ঢাকা থেকে চট্টগ্রামে কর্ণফুলী ট্রেন যাত্রা শুরু করে তখন বেশকয়েকটি স্টেশনে যাত্রা ট্রেনটি থামে। নিচে প্রধান কয়েকটি স্টেশনের সময়সূচী প্রকাশ করা হলো।
চট্টগ্রাম থেকে ঢাকা কর্ণফুলী ট্রেনের সময়সূচী
কর্ণফুলী ট্রেন যখন চট্টগ্রাম থেকে ঢাকা যাত্রা শুরু করে তখন বেশ কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি দেওয়া হয়। নিচের প্রধান প্রধান কয়েকটি স্টেশনের সময় সূচি প্রকাশ করা হলো।
| স্টেশন | যাত্রা শুরু |
| চট্টগ্রাম | সকাল ১০:১০ |
| ফেনী | দুপুর ১২:১৫ |
| লাকসাম | দুপুর ০১:৩০ |
| আখাউড়া | বিকাল ০৩:৪৫ |
| ভৈরব | সন্ধ্যা ০৫:৩০ |
| ঢাকা (কমলাপুর) | রাত ১০:৪৫ |
কর্ণফুলী ট্রেনের ভাড়া ২০২৬
কর্ণফুলী ট্রেনে যদি যাতায়াত করতে চান তাহলে অবশ্যই কর্ণফুলী ট্রেনের ভাড়া জেনে রাখতে হবে। তাহলে পরবর্তীতে টিকিট কাটার সময় অতিরিক্ত টাকা প্রদান করতে হবে। নিচে কর্ণফুলী ট্রেনের ভাড়া ২০২৬ উল্লেখ করা হলো।
| আসন | মূল্য |
|---|---|
| শোভন | ২৮৫ টাকা মাত্র |
| শোভন চেয়ার | ৩৪৫ টাকা মাত্র |
| প্রথম সিট | ৪৬০ টাকা মাত্র |
উপরে কর্ণফুলী ট্রেনের ভাড়া ১৫% ভ্যাট সহ উল্লেখ করা হয়েছে। তাই টিকিট কাটার সময় অতিরিক্ত ভাড়া দিবেন না।
কর্ণফুলী ট্রেনের টিকিট কাটার নিয়ম
বর্তমান সময়ে আপনি দুইভাবে কর্ণফুলী ট্রেনের টিকিট কাটতে পারবেন। প্রথমত সরাসরি রেল স্টেশন থেকে দ্বিতীয়ত অনলাইনে।
রেল স্টেশন থেকে টিকিট কাটার জন্য আপনার কাঙ্খিত বা নিকটস্থ রেল স্টেশনে যাবেন। তারপর আপনার কয়েকটা টিকিট এবং কয় তারিখে টিকিট লাগবে এবং কেমন আসলে টিকিট চাচ্ছেন এগুলো বলে টিকিট সংগ্রহ করবেন।
আর অনলাইনে যদি টিকিট কাটতে চান তাহলে সরাসরি eticket.railway.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর আপনার গন্তব্যস্থলে যাবতীয় তথ্য দিয়ে টিকিট ক্রয় করুন।
অনলাইনে টিকিট কাটার জন্য রেলস্টেশনে যেতে হবে না। আপনি ঘরে বসে বিকাশ বা নগদে অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন।
কর্ণফুলী ট্রেন এখন কোথায় আছে?
কর্ণফুলী ট্রেন এখন কোথায় আছে তা জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে TR03/TR04 টাইপ করে 16318 নাম্বারে মেসেজ পাঠিয়ে দিন। ফিরতি মেসেজে কর্ণফুলী কমিউটার ট্রেনের অবস্থান জানতে পারবেন।
কর্ণফুলী ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন?
কর্ণফুলী ট্রেনের সাপ্তাহিক বন্ধের কোন দিন নেই। সপ্তাহের প্রতিদিনই প্রায় কর্ণফুলী ট্রেন চলাচল করে। তাহলে বিশেষ যান্ত্রিক বা পরিস্থিতির কারণে ট্রেন চলাচল ব্যাহত হতে পারে।
শেষ কথা
এই ছিল কর্ণফুলী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২6 সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি, কর্ণফুলী কমিউটার ট্রেনের সঠিক সময়সূচী জানতে পেরেছেন।
এছাড়া আপনার যদি এই পোস্ট নিয়ে কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
