আজকের পোস্টে বগুড়া কমিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া উল্লেখ করা হবে। তাই যারা বগুড়া কমিউটার ট্রেনের নতুন সময়সূচী জানতে চাচ্ছেন তারা এই পোস্ট শেষ অব্দি পড়তে থাকুন।
বগুড়া শহরের মানুষের কাছে জনপ্রিয় একটি ট্রেন হচ্ছে বগুড়া কমিউটার ট্রেন। এই ট্রেনটি মূলত লালমনিরহাট থেকে সান্তাহার এবং সান্তাহার থেকে লালমনিরহাট রুটে নিয়মিত যাতায়াত করে থাকে।
আপনি যদি স্বল্প খরচে সান্তাহার থেকে লালমনিরহাট অথবা লালমনিরহাট থেকে সান্তাহার রুটে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই বগুড়া কমিউটার ট্রেনে যাতায়াত করতে হবে। কেননা, বগুড়া কমিউটার ট্রেনে যাতায়াত খরচ অনেক কম।
তাই আপনাদের সুবিধার্থে আজকের পোস্টে বগুড়া কমিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া উল্লেখ করার চেষ্টা করব। তাই আসুন, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি।
বগুড়া কমিউটার ট্রেনের সময়সূচী ২০২৫
বগুড়া কমিউটার বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের জনপ্রিয় একটি লোকাল ট্রেন। এই ট্রেনটির পূর্ব নাম ছিল বগুড়া এক্সপ্রেস। পরবর্তীতে বগুড়া কমিউটার হিসেবে নামকরণ করা হয়।
আপনি যদি নিয়মিতভাবে বগুড়া কমিউটার ট্রেনে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই এই ট্রেনের সঠিক সময়সূচী জানতে হবে। নিচে ছক আকারে বগুড়া কমিউটার ট্রেনের সময়সূচী বর্ণনা করা হলো।
| রুট | প্রস্থান | পৌঁছায় |
|---|---|---|
| লালমনিরহাট থেকে সান্তাহার | সকাল ০৬:৩০ মিনিট | দুপুর ১২:৪৫ মিনিট |
| সান্তাহার টু লালমনিরহাট | দুপুর ০১ঃ ৫০ মিনিট | রাত ০৮ঃ৪৫ মিনিট |
বগুড়া কমিউটার ট্রেনের নতুন সময়সূচী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক একদম নির্ধারণ করে দেওয়া থাকে। এজন্য আপনি যদি বগুড়া কমিউটার ট্রেনে যাতায়াত করতে চান তাহলে নির্ধারিত সময়ের পূর্বেই কাঙ্খিত স্টেশনে পৌঁছাবেন।
বগুড়া কমিউটার ট্রেনের সময়সূচী সান্তাহার থেকে লালমনিরহাট
বগুড়া কমিউটার ট্রেন যখন সান্তাহার থেকে লালমনিরহাট রুটে চলাচল করে তখন বেশ কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি প্রদান করা হয়। নিচে বগুড়া কমিউটার ট্রেন সান্তাহার থেকে লালমনিরহাট রুটে কোন কোন স্টেশনের যাত্রাবিরতি প্রদান করে নিচে তা উল্লেখ করা হলো:
| স্টেশন | আগমন | প্রস্থান |
|---|---|---|
| সান্তাহার | — | সকাল ০৬:৩০ |
| বগুড়া | সকাল ০৭:৪৫ | সকাল ০৭:৫০ |
| গাইবান্ধা | সকাল ০৯:১৫ | সকাল ০৯:২০ |
| রংপুর | সকাল ১০:৩০ | সকাল ১০:৩৫ |
| লালমনিরহাট | দুপুর ১২:৩০ | — |
সান্তাহার থেকে লালমনিরহাট বগুড়া কমিউটার ট্রেনের সময়সূচি যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই সর্বশেষ আপডেট পেতে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
লালমনিরহাট থেকে সান্তাহার বগুড়া কমিউটার ট্রেনের সময়সূচী
বগুড়া কমিউটার ট্রেন লালমনিরহাট থেকে সান্তাহার রুটে যাত্রাকালে সর্বমোট ৫টি স্টেশনে যাত্রা বিরতি প্রদান করে থাকে। নিচে ৫টি স্টেশনের সময়সূচি উল্লেখ করা হলো:
| স্টেশন | আগমন | প্রস্থান |
|---|---|---|
| লালমনিরহাট | — | দুপুর ০১:০০ |
| রংপুর | দুপুর ০২:১৫ | দুপুর ০২:২০ |
| গাইবান্ধা | বিকাল ০৩:৩০ | বিকাল ০৩:৩৫ |
| বগুড়া | বিকাল ০৫:০০ | বিকাল ০৫:০৫ |
| সান্তাহার | সন্ধ্যা ০৭:০০ | — |
উপরোক্ত স্টেশনগুলো ছাড়াও বগুড়া কমিউটার ট্রেন সোনাতলা, মহিমাগঞ্জ, বোনারপাড়া ও ত্রিমোহনী স্টেশনেও যাত্রা বিরতি প্রদান করে।
বগুড়া কমিউটার ট্রেনের ভাড়া ২০২৫
বগুড়া কমিউটার ট্রেনের সময়সূচী জানার পর বগুড়া কমিউটার ট্রেনের ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। তাহলে পরবর্তীতে ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কোন ঝামেলা পোহাতে হবে না। নিচে বগুড়া কমিউটার ট্রেনের ভাড়ার তালিকা প্রকাশ করা হলো:
| আসন | মূল্য |
| শোভন | মাএ ২২০ টাকা |
এক স্টেশন থেকে আরেক স্টেশনে রেলপথে যাতায়াত করতে ভাড়া কম বেশি হতে পারে। তাই বগুড়া কমিউটার ট্রেনের সর্বশেষ ভাড়া জানতে railway.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
বগুড়া কমিউটার ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন
আপনি যদি নিয়মিতভাবে বগুড়া কমিউটার ট্রেনে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে জানতে হবে।
তবে সব থেকে মজার ব্যাপার হলো, বগুড়া কমিউটার ট্রেন সপ্তাহের ৭ দিনেই প্রায় চলাচল করে থাকে। অর্থাৎ, বগুড়া কমিউটার ট্রেন প্রতিদিনই নিয়মিতভাবে যাতায়াত করে।
তবে বিশেষ কোন কারণে বগুড়া কমিউটার ট্রেন চলাচল ব্যাহত হতে পারে। অর্থাৎ, বগুড়া কমিউটার ট্রেনের সময়সূচী যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
এজন্য বগুড়া কমিউটার ট্রেনের সর্বশেষ সময়সূচি ও ভাড়া সম্পর্কে জানতে railway.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে ভুলবেন না।
বগুড়া কমিউটার ট্রেন এখন কোথায় আছে?
বগুড়া কমিউটার ট্রেন এখন কোথায় আছে তা জানা একটা যাত্রীর জন্য খুবই জরুরী। পূর্বের দিনে ট্রেনের লোকেশন জানতে অনেক কষ্ট হতো। কিন্তু প্রযুক্তির এই যুগে, এখন যেকোনো ট্রেনের লোকেশন ঘরে বসে জানতে পারবেন।
ঠিক তেমনিভাবে বগুড়া কমিউটার ট্রেন এখন কোথায় আছে তা জানতে পারবেন মাত্র ১ মিনিটে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে TR টাইপ করুন এবং 16318 নম্বরে পাঠিয়ে দিন।
বগুড়া কমিউটার ট্রেনের টিকিট কাটার নিয়ম
বগুড়া কমিউটার ট্রেনের টিকিট অনলাইন অফলাইন দুই মাধ্যমেই কাটতে পারবেন। অনলাইনে বগুড়া কমিউটার ট্রেনের টিকিট কাটার জন্য eticket.railway.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন।
তারপর আপনার ভ্রমণ গন্তব্য প্রদান করে টিকিট ক্রয় করুন। এছাড়া অফলাইনে বগুড়া কমিউটার ট্রেনের টিকিট কাটতে নিকটস্থ রেলস্টেশনে যোগাযোগ করুন।
শেষ কথা
আশা করছি, বগুড়া কমিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানতে পেরেছেন। এছাড়া বগুড়া কমিউটার ট্রেন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আর এরকম বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানতে SomoyerTrain ওয়েবসাইটে ভিজিট করুন।
