আজকের পোস্টে জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ সম্পর্কে আলোচনা করা হবে। তাই যারা জামালপুর কমিউটার ট্রেনের নতুন সময়সূচী জানতে চাচ্ছেন তারা এই পোস্ট শেষ অব্দি পড়তে পারেন।
ঢাকা থেকে জামালপুর এবং জামালপুর থেকে ঢাকা যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে জামালপুর কমিউটার ট্রেন। এই তিনটি নিয়মিত ভাবে ঢাকা থেকে জামালপুর এবং জামালপুর থেকে ঢাকা রুটে যাতায়াত করে থাকে।
আপনিও যদি ঢাকা থেকে জামালপুর রুটে নিয়মিতভাবে জামালপুর কমিউটার ট্রেনে যাতায়াত করতে চান তাহলে জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। তাই আসুন এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই।
জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী ২০২৫
বাংলাদেশ রেলওয়ের নতুন সময়সূচি অনুসারে, জামালপুর কমিউটার ট্রেন ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিকাল ০৩ টা ৪০ মিনিটে। আর অবশেষে জামালপুর ষ্টেশনে পৌঁছায় ০৮ টা ৪৮ মিনিটে।
আবার জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করে সকাল ০৬:১০ টায়। আর দীর্ঘ যাত্রার বিরতির পরে ঢাকা পৌঁছায় সকাল ১১টা ১৫ মিনিটে।
ঢাকা থেকে জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী
নতুন সময় সুচি অনুযায়ী, জামালপুর কমিউটার ট্রেন ঢাকা থেকে জামালপুর এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে 03:40 PM এবং জামালপুর পৌঁছায় 10:15 PM। নিচে ঢাকা থেকে জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী ছক আকারে উল্লেখ করা হলো।
| ষ্টেশনের নাম | সময়সূচী |
|---|---|
| ঢাকা কমলাপুর | 03:40 PM |
| তেজগাঁও | 03:54 PM |
| ঢাকা বিমানবন্দর | 04:10 PM |
| টঙ্গি জংশন | 04:21 PM |
| জয়দেবপুর | 04:46 PM |
| শ্রীপুর | 05:18 Pm |
| কাউরাইদ | 05:35 PM |
| মশাখালি | 05:49 PM |
| গফরগাঁও | 06:02 PM |
| ধলা | 06:22 PM |
| আউলিয়া নগর | 06:32 PM |
| ময়মনসিংহ জং | 07:10 PM |
| বিদ্যাগঞ্জ | 07:42 PM |
| পিয়ারপুর | 08:00 PM |
| নুরুন্দি | 08:14 PM |
| নান্দিনা | 08:30 PM |
| জামালপুর জংশন | 08:48 PM |
| মেলান্দহ বাজার | 09:12 PM |
| দুরমুঠ | 09:25 PM |
| ইসলামপুর বাজার | 09:37 PM |
| দেওয়ানগঞ্জ বাজার | 10:15 PM |
ঢাকা থেকে জামালপুর ট্রেনের সময়সূচী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। এইজন্য ঢাকা থেকে জামালপুর যেতে চাইলে নির্দিষ্ট সময়ের পূর্বেই কাঙ্খিত স্টেশনে পৌঁছাবেন।
জামালপুর কমিউটার ট্রেনের ভাড়া ২০২৫
জামালপুর কমিউটার ট্রেনের ভাড়া কত টাকা তা জানা একজন যাত্রীর জন্য আবশ্যক। ভাড়া যদি জানা থাকে তাহলে পরবর্তীতে ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কোন ঝামেলা হবে না।
| আসন বিভাগ | টিকিটের দাম |
|---|---|
| S_Chair | 210 Taka |
| Snigdha | 403 Taka |
উপরে জামালপুর কমিউটার ট্রেনের আসন অনুযায়ী ভাড়া উল্লেখ করা হয়েছে। এছাড়াও অন্যান্য আসনের ভাড়া রেল কর্তৃপক্ষের উপর নির্ভর করে।
জামালপুর কমিউটার ট্রেনের টিকিট কাটার নিয়ম
ঢাকা থেকে জামালপুর এবং জামালপুর থেকে ঢাকা যাতায়াতের সবচেয়ে সহজ মাধ্যম হলো জামালপুর কমিউটার ট্রেন। এই ট্রেনের মাধ্যমে দ্রুত সময়ে ও স্বল্প খরচে এই দুই রুটে যাতায়াত করতে পারবেন।
আপনি যদি নিয়মিতভাবে জামালপুর কমিউটার ট্রেনে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই এই ট্রেনের টিকিট কাটার নিয়ম জানতে হবে।
অনলাইনে এখন পর্যন্ত জামালপুর কমিউটার ট্রেনের টিকিট চালু করা হয়নি। অর্থাৎ, অনলাইনে জামালপুর কমিউটার ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন না।
তবে চিন্তার কোন কারণ নাই। সরাসরি রেল স্টেশন থেকে জামালপুর কমিউটার ট্রেনের টিকিট কাটতে পারবেন।
এজন্য জামালপুর রেলস্টেশন বা ঢাকা কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারে যোগাযোগ করুন। তারপর আপনার চাহিদা অনুযায়ী টিকিট ক্রয় করুন।
জামালপুর কমিউটার ট্রেনের স্টপেজ
জামালপুর কমিউটার ট্রেন ঢাকা থেকে জামালপুর রুটে যাতায়াতকালে বেশ কয়েকটি স্টপেজে যাত্রা বিরতি প্রদান করে থাকে। নিচে জামালপুর কমিউটার ট্রেনের স্টপেজ উল্লেখ করা হলো।
- ভূঞাপুর স্টেশন
- হেমনগর স্টেশন
- জগন্নাথগঞ্জ বাজার স্টেশন
- তারাকান্দি স্টেশন
- সরিষাবাড়ী স্টেশন
- জাফরশাহী স্টেশন
- জামালপুর টাউন স্টেশন
- নান্দিনা স্টেশন
- নরুন্দি স্টেশন
- বিদ্যাগঞ্জ স্টেশন
- ময়মনসিংহ স্টেশন
- গফরগাঁও স্টেশন
- জয়দেবপুর স্টেশন
- বিমানবন্দর স্টেশন
- কমলাপুর স্টেশন।
জামালপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে জামালপুর রুটে জামালপুর কমিউটার ট্রেন উপরোক্ত এ কয়েকটি স্টপেজে যাত্রা বিরতি প্রদান করে।
জামালপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন
বাংলাদেশ রেলওয়ে সর্বশেষ তথ্য অনুযায়ী জামালপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক কোন বন্ধের দিন নেই। অর্থাৎ, জামালপুর কমিউটার ট্রেন সপ্তাহের ৭ দিনে যাতায়াত করে থাকে।
তবে বিশেষ কোনো কারণে জামালপুর কমিউটার ট্রেনের চলাচল ব্যাহত হতে পারে। এজন্য জামালপুর কমিউটার ট্রেনের সর্বশেষ আপডেট জানতে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
জামালপুর কমিউটার কোড নম্বর কত?
জামালপুর রুটে জামালপুর কমিউটার দুইটি ট্রেন নিয়মিতভাবে যাতায়াত করে থাকে। এগুলোর কোড হচ্ছে ৫১ এবং ৫২। জামালপুর টু ঢাকা ৫১ এবং ঢাকা টু জামালপুর ৫২ নম্বর।
শেষ কথা
আশা করছি, জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানতে পেরেছেন। এছাড়া যদি জামালপুর কমিউটার ট্রেন সম্পর্কে কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের ভিজিট করুন।
